রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩৯৫
১৫৭৭
ব্যস্ত নাকি, বাইরে এসো উদ্বেলিত মন আমার
কী অপূর্ব মহামিলন ঢেউয়ের সাথে জোছনার।
চল আমরা বেরিয়ে পড়ি পানসি নিয়ে এক্ষুনি
স্মরণীয় হয়ে রইবে এ রাত শুধু আজ তোমার।
১৫৭৮
ফুলবিছানো রাস্তা দিয়ে পেলাম হাঁটার আমন্ত্রণ
সাথেসাথেই লুফে নিলাম উড়াল দিল মন তখন।
ম্যাগনোলিয়ার তলায় ছিল দেখেই বলে স্বাগতম
ফুল দেখি না ওকে দেখি বিস্ফারিত দুই নয়ন।
১৫৭৯
এ উপহার পেয়ে আমি ভীষণ ভীষণ আপ্লুত
লক্ষ্য রাখি যেন না হয় একটিও ফুল বিচ্যুত।
পরিধানে ছিল তোমার এই রঙেরই এক শাড়ি
কী যে বলতে চেয়েছিলে, রয়েই গেল অশ্রুত।
১৫৮০
কোথায় যেন হারিয়ে গেছে ঝুরি ধরে দোলার দিন
মন বলে তুই দুলতে পারিস এটা আপন ইচ্ছাধীন।
সুযোগ পেয়ে দিয়ে দিলাম তিনচারবার লম্বা দোল
কত বয়স ভুলেই গেছি মনটা আজও বেশ রঙিন।
© অজিত কুমার কর