রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৩৯৬

১৫৮১
তুমি পাশে আছ বলেই মেঘ সরেছে লজ্জাতে
পূর্ণশশী সারল সিনান এই সুযোগে আজ রাতে।
সাগরের জল উথালপাতাল সিক্ত হল ওই চরণ
এত চেষ্টা করেও আমি পারিনি তা আটকাতে।

১৫৮২
সারাজীবন রইব পাশে করেছিলাম অঙ্গীকার
ভাগী হবো সকল দুখের করব নাকো হার স্বীকার।
রাত পোহাবে উঠবে রবি আকাশ হবে ঝলমলে
নতুন করে জীবন শুরু, খুলে যাবে রুদ্ধ দ্বার।

১৫৮৩
আসছ তুমি বার্তা দিচ্ছ 'রাস্তা থেকে যাও সরে
ঝলসে যেতে পারে দেহ সহ্য করবে কী করে'।
কেন এমন শক্তিশালী হয় না দেশের সব নারী
লাঞ্ছিত হয় ঘরেবাইরে কেউ অকালে যায় ঝরে।

১৫৮৪
হৃদয় আমার ভরিয়ে দিল মোমের আলোয় স্নিগ্ধতা।
তোমায় দেখার সুযোগ পেয়ে হারিয়ে গেল সব ব্যথা।
ওপথ দিয়েই ফিরছি তখন আকাশজুড়ে রঙ্গোলি
যাচ্ছ তুমি তুলসীতলায় নিবিড় আত্মমগ্নতা।

© অজিত কুমার কর