.        রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৫১


                    দুশো এক


    ধমকানিতে কাজ হয়েছে এখন থাকি সতর্ক
    শিবশংকর বড়ই কড়া এড়িয়ে চলি বিতর্ক।
শাকসবজি-ভাত-ডাল-মাছ দু'পিস রুটি রাত্রিতে
দু''চোখ ভরে দেখছি রোজই সকাল সাঁঝে সু-অর্ক।


                      দুশো দুই


মহাকালের বিবর্তনে ঘড়ির কাঁটা চলছে ঠিক
এই পৃথিবী ধ্বংস হবে না-যদি হই আন্তরিক।
  উষ্ণায়ন আর মাত্রাছাড়া দূষণ বড়ই ভয়ঙ্কর
শুভবুদ্ধি জাগ্রত হোক আলোয় ভরুক চতুর্দিক।


                  দুশো তিন


     দিনে সূর্য রাতে চন্দ্র মেঘলা হলে জোনাকি
ভুবন ভরে তোমার আলোয় জানতে কারও নেই বাকি।
   তিনটি পাখি কৃপাপ্রার্থী ছড়াও শিরে শান্তিনীর
  ছন্দসুধায় ভরিয়ে দিয়ে প্রত্যেকেই রুবাই আঁকি।


                   দুশো চার


মনকাননে সুনামি ঢেউ কম্পিত হয় বীণার তার
তাঁর অবদান সুবিদিত করিনি কেউ অস্বীকার।
মহাপ্রলয় নিদ কেড়েছে বিছিয়ে চলি স্বপ্নজাল
   দায়বদ্ধ আমরা সবাই এটাই দৃঢ় অঙ্গীকার।


                © অজিত কুমার কর