রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১৫২


৬০৫
সত্যিকারের বন্ধু যারা ছায়ার মতোই রয় কাছে
আমার ব্যথা বোঝার মতো ক্ষমতাও বেশ আছে।
প্রতিদানও চায় না ওরা এটাই ওদের মাহাত্ম্য
ওদের পেয়ে জীবন ধন্য তাইতো আমার মন নাচে।


৬০৬
মরণবাঁচন তোমার হাতে কোথাও যাব নেই উপায়
গোলাপের তো রইবে কাঁটা ফুটলে ঝরে রক্ত গা'য়।
ঝরুক রুধির ওম পেয়েছি শেষ অবধি চাই পেতে
হেমন্তিকার হিম-পরশে তোমার ছায়ায় প্রাণ জুড়ায়।


৬০৭
আছে আছে দেবকাঞ্চন জয়াকুঞ্জের উদ্যানে
বসন্তে ফুল ফুটে যখন আসে অলি ওর টানে।
যতই দেখি মন ভরে না করতে থাকি নিরীক্ষণ
প্রিয়তমার মধুর গীতির অনুরণন এই প্রাণে।


৬০৮
ফুল ফুটলে জুটবে অলি কাননজুড়ে গুঞ্জরন
ফুল কি তখন অখুশি হয় হিল্লোলিত তনু মন।
জলভরনে ব্যস্ত যখন সকালসকাল পল্লবী
ভ্রমর তখন উঁকি মারে দুই হৃদয়ে আন্দোলন।


© অজিত কুমার কর