.           রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১০৮


                     চারশো ঊনত্রিশ


স্বপ্নগুলো সব কী অলীক একটিও কী সত্যি নয়?
   মগজেও রয় না গাঁথা দেখি রঙিন সূর্যোদয়।
বাঁশি হাতে কদম গাছে গোপিনীরা করছে স্নান
     এটাই শুধু পড়ছে মনে যমুনা তরঙ্গময়।


                     চারশো ত্রিশ


একবারই এ মওকা মেলে পাবে না আর পুনর্বার
সাধ মেটাবার সোনার সুযোগ সম্মুখে যে অবতার!
     শূন্য কলশ পূর্ণ কর সাকির সঙ্গ ছেড়ো না
ও আছে তাই এত আলো সরে গেলেই সব আঁধার।


                      চারশো একত্রিশ


তোমার প্রেমের ঝরনাধারায় সিনান করি রোজ সাকি
  দিন ফুরোলে সন্ধ্যা হবে কয়েকঘণ্টা আর বাকি।
ইহকালে পেলাম তোমায় পরকালেও তোমায় চাই
   আমার পাশে রইলে তুমি মহানন্দে বেশ থাকি।


                      চারশো চৌত্রিশ


     গোলাপেরও দুঃখ আছে বুঝতে পারে তা ক'জন
রূপ দেখে কীট ঝাঁপিয়ে পড়ে সামলানো ভার তাঁর তখন।
       লাঞ্ছিত গোলাপের ব্যথা পুঞ্জিভূত পাপড়িতে
  বাতাসে তাঁর কান্না ভাসে শোনে সাগর-পাহাড়-বন।


                  © অজিত কুমার কর