.           রুবাইয়াৎ-ই-অজিত কুমার ১০৯

                      চারশো তেত্রিশ

মায়ের চুমা পেলেই যেমন কোলের শিশু কলকলায়
   বৃষ্টিফোঁটার সোহাগ পেয়ে ঊর্ধ্বপানে বৃক্ষ চায়
  সাকির দেওয়া শরাব পিয়ে মন তেমনি উদাসীন
    মুরলীও বাজায় তখন রুমুরঝুমুর নুপুর পায়।

                      চারশো চৌত্রিশ

   তিলে তিলে শোষণ ক'রে গুপ্ত গুহায় সঞ্চিত
   সারাজীবন ধরে যাদের করলে তুমি বঞ্চিত
অভিসম্পাত পড়বে ঝরে পাবে নাকো পরিত্রাণ
   বিদায়লগ্ন সমুপস্থিত সবার নিকট নিন্দিত।

                    চারশো পঁয়ত্রিশ

রাঙিয়ে দেবো কাছে এলে আলতা দিয়ে ওই চরণ
রাঙা জবা চাষ করেছি করবো তোমায় নিবেদন।
আর কী কী চাই বল আমায় এনে দেবো সবকিছু
   মাঝে মাঝে শুধু আমায় দিও তোমার দরশন।

                    চারশো ছত্রিশ

তোমার প্রেমে বিভোর আমি কীভাবে দিন কাটে রাত
   তোমার কৃপা বর্ষিত হয় রাখ যখন মাথায় হাত।
তোমার নজর সবার দিকে কখন তোমায় ডাকল কে
  এক তালুতেই বিশ্বভুবন হাতটি বাড়াও তৎক্ষণাৎ।

                © অজিত কুমার কর