রুবাইয়াৎ-ই-অজিতকুমার ১১৭


চারশো পঁয়ষট্টি


দাও বলে তো তৃষ্ণা মেটে আজকে কেন পড়ল টান
বর্তমানকে নিয়েই থাকি সমর্পিত এ মন প্রাণ।
অনাগত ভবিষ্যতের জন্য আদৌ ভাবছি না
করো না বঞ্চিত আমায় মুমূর্ষু কে জীবন দান।


চারশো ছেষট্টি


কে আমাকে পারবে দিতে সেই রসিকের ঠিকানা
তাকে ছাড়া দিন কাটে না চোখ থেকেও আজ কানা।
না জানিয়ে কোথায় গেলে আপনি এসে দাও ধরা
অনুধাবন করছো নাকি কী দুর্দশা একটানা?


চারশো সাতষট্টি


এ জীবনে তৃষ্ণা আমার কোনোদিনও মিটবে না
যতই জোগান দাওনা কেন বিশাল জালা ভরবে না।
ঘাটতি পূরণ নাইবা হল থাকনা একটু পেট খালি
আগাম তোমায় রাখছি বলে জোগান বন্ধ করবে না।


চারশো আটষট্টি


মৃত্যুর পর শুনতে পাবে কান পাতলেই দেয়ালে
শ্মশানঘাটে যখনি যাও রাখবে এটা খেয়ালে।
ভাষা আমার বিদেশি নয় বুঝতে কষ্ট হবে না
বাংলা ভাষায় বলব সবই পড়বে না ভাঁজ কপালে।


© অজিত কুমার কর