.                      তিয়াত্তর


অভাজনের কে বা সহায় তোমায় ডেকে প্রাণ জুড়াই
মনের খবর তুমিই রাখো জানতে কারুর বাকি নাই।
তোমায় স্মরণণ করলে আমার মন-আকাশের মেঘ উধাও
প্রভু তোমার অসীম কৃপা নিত্য তোমার দেখা পাই।


                        চুয়াত্তর


   কার ইশারায় জগৎ চলে পঙ্কে ফোটে পদ্মফুল
মানুষ সৃষ্টি কীসের জন্য আপন স্বার্থে জান কবুল।
    ফুল ফুটলে ভ্রমর আসে চলে বার্তা বিনিময়
  এ সম্পর্ক চিরকালীন কেবল মানুষ করছে ভুল।


                      পঁচাত্তর


সাধে কী আর বকছি এমন বলেছি তুই সাঁতার শেখ
আমি কেমন কাটছে সাঁতার লক্ষ্য কর-না দিনকয়েক।
   হাবুডুবু খানাডোবায় তাইতো দিলাম আজ বকে
'শিখবো আমি তোমার কাছে', শপথ বাক্য আগে লেখ।


                        ছিয়াত্তর


গাছতলাতে ঠাঁই দিয়েছো এটাই তোমার অশেষ দান
গাছই জোগায় বাঁচার রসদ পাখপাখালির শুনছি গান।
আমের ফলন এবার ভালোই পেকে গেছে গোলাপখাস
নৈবেদ্যতে আম দিয়েছি অকিঞ্চনের লও প্রণাম।