.                         ৯


ডাকে যখন দেয় না সাড়া দেখি চোখে সরষেফুল
  এদিকে না দৃষ্টি দিলে চিত্ত আমার হয় ব্যাকুল।
  শরাব তখন সঙ্গী আমার শান্ত রাখে বিবশ মন
  কেন যে ও এমন করে করেছি তো ভুল কবুল।


                           ১০


পাখনাতে ভর দিয়ে পাখি উড়ে বেড়ায় দেশ-বিদেশ
সরাসরি ওরেই শুধাই করব কোথায় নালিশ পেশ?
   গায়ের গন্ধ অমিল যখন, স্তব্ধ যখন পায়ের মল
  আমার কষ্ট কেমনতরো বলেও যেন হয় না শেষ।


                         ১১


কায়া যখন দেয় না ছায়া মগজ তখন হয় বিকল
সত্যি আমার ভাগ্য খারাপ এ আমারই কর্মফল।
   তবু আমি হাল ছাড়িনি চেষ্টা চালাই নিরন্তর
আজও আমি মুক্তা খুঁজি সাগরে যে জল অতল।


.                        ১২


প্রেম-শরাবে মাতাল আমি  পেয়ালাতে এ কার মুখ!
কায়া কোথায় ভাসছে ছায়া এতেও মনে স্পর্শসুখ।
    দূরও এখন খুব নিকটে টানা টানা দুইটি চোখ
    প্রেমপরাগে রঞ্জিত ঠোঁট, তবে প্রিয়া মৌন মূক।


                 © অজিত কুমার কর