.             একশো পঁয়তাল্লিশ


   নেচে নেচে ক্লান্ত ময়ূর দেয়নি সাড়া ময়ূরী
পেখম মেলে, বন্ধ করে মন গিয়েছে তাঁর চুরি।
ময়ূরী কী দূরেই রবে আসবে নাকি তাঁর কাছে
  তবে কেন করল চুরি ছড়িয়ে আপন মাধুরী?


              একশো ছেচল্লিশ


ডাক দিলে ঠিক উড়ে আসে দোয়েল-কোয়েল-খঞ্জনা
     ডাকে কেবল দেয় না সাড়া কল্লোলিনী রঞ্জনা।
কোন কাননে সময় কাটাও এদিকে যে দাও না কান
তাকাও তাকাও বারেক তাকাও মিহিন সুরে ব্যঞ্জনা।


             একশো সাতচল্লিশ


  সূর্য ধরার সাহস কোথায় চাঁদের দিকে হাত বাড়াই
  পাতার ফাঁকে মধুর হাসি নিশুত রাতে একলা পাই।
      ত্রস্ত পায়ে ছুটতে থাকে সহজে কি দেয় ধরা
রাত পোহালেই হারিয়ে যাবে কাছে পাবার সুযোগ নাই।


                একশো আটচল্লিশ


তোমার ফাঁদে পা দেব না কাটে না তাই নেশার ঘোর
শরাব দিয়ে ভুলিয়ে রাখ দাও না হতে রাত্রি ভোর।
বাড়িয়ে দিলে না বলি না মুখেই ভাষা আটকে যায়
  এঁটে ওঠা বড়ই কঠিন বানাও মাতাল নেশাখোর।
                 .            
                 © অজিত কুমার কর