.          রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৫০


                 একশো সাতানব্বই


  একই লয়ে চলছে বেজে তিনটি বীণা তিন হাতে
   কাঁটাতারের বেড়া উধাও অনুনাদের ধাক্কাতে।
  সাকি তুমি হাসছো শুনে এ কৃতিত্ব সব তোমার
কেবল হুকুম করছে তামিল তিন বান্দা একসাথে।


                  একশো আটানব্বই


রুমুরঝুমুর রুমুরঝুমুর মেঘবালিকার পায়ের মল
  গরবিনির শক্তি প্রকাশ উঠলো কেঁপে পৃথ্বীতল।
    বৃষ্টি দিয়ে প্রলেপ দিল স্নিগ্ধ হলো এই ভুবন
    ক্ষণে ক্ষণে ঘটতে থাকে দৃশ্যপটের রদবদল।


                   একশো নিরানব্বই


বারোর ঘরে সেকেন্ড-মিনিট-ঘন্টাকাঁটা এক হলে
   একটি দিনের যবনিকা, বিস্মৃতিতে যায় চলে।
আমার ঘড়ির কাঁটা কোথায় জানে কেবল ওই সাকি
  বলবে না সে হাসবে শুধু ভুলিয়ে রাখে কৌশলে।


                           দুশো


    অবিশ্রান্ত ধুক-ধুক-ধুক করেই যাচ্ছে যন্ত্রটি
  আমার সাথে নিত্য চলে হৃদঘড়িটির খটমটি।
উল্টোপাল্টা খেয়ে যখন ওঠে আমার নাভিশ্বাস
   চোখরাঙানি ধমকানি খাই অন্তরালে ধূর্জটি।


               © অজিত কুমার কর