.          রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৫৪


                      দুশো তেরো


     ঝরাপাতার শয্যাতেও প্রাপ্তি প্রিয়ার সঙ্গসুখ
চাঁদের আলোয় উদ্ভাসিত ফুলের মতো ওই শ্রীমুখ।
আকাশে চাঁদ মাটিতে চাঁদ দুইয়ের মধ্যে নেই তফাৎ
   পাখির কূজন শুরু হলো মারছে উঁকি শারি-শুক।


                      দুশো চোদ্দো


   সারা অঙ্গে তীক্ষ্ণ কাঁটা অগ্রভাগে গোলাপফুল
     সুন্দরীদের বাক্যবাণে বৃদ্ধি পাবে বক্ষশূল।
   নাগাল পাওয়া বড়ই কঠিন সহিষ্ণুতার পরীক্ষা
দমকা হাওয়া মুখ ঢেকে দেয় গুলবদনীর কোঁকড়া চুল।


                      দুশো পনেরো


কখন থেকে দাঁড়িয়ে আছি খোলো সরাইখানার দ্বার
অজ্ঞানে যা ভুল করেছি মার্জনা কি নেইকো তার?
   শাস্তি দিলে এখনই দাও মাথা পেতে সইব সব
  তুমি ছাড়া দেবে না কেউ আমায় প্রবেশাধিকার।


                       দুশো ষোলো


    তোমার বীণাবাদন শুনে আমার খুশি এক আকাশ
      শিরায় শিরায় অনুরণন মুক্তি পেল রুদ্ধ শ্বাস।
      ওজন আমার শূন্য এখন ছিন্ন ধরার আকর্ষণ
সুরের ঝরনাধারায় স্নানের সুযোগ পেল দীন এ দাস।


                 © অজিত কুমার কর