.            রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৬৭


                      দুশো পঁয়ষট্টি


  বর্ষাতে ঢের মউ জমেছে হাজির দুটো মৌটুসী
ও সখী তুই গেলি কোথায় দৃশ্য দেখলে মন খুশি।
   উড়ছে দুজন ফুলে ফুলে চুষে চুষে খাচ্ছে মউ
কী যে করিস আয় এখনি কদমতলায় মউ চুষি।


                      দুশো ছেষট্টি


    আষাঢ় এলেই মনোদ্যানে গন্ধ ছড়ায় কদমফুল
  চোখের সামনে ভেসে ওঠে বৃষ্টিভেজা কাজল চুল।
  মুখের ওপর কয়েকগাছি ঢেকে গেছে একটি চোখ
আর-এক চোখে বক্রদৃষ্টি দেখতে আমার হয়নি ভুল।


                   দুশো সাতষট্টি


     সিক্ত বসন মন্দগতি কাঁখে ঘড়া-ভর্তি জল
পিছন ফিরে তাকায়নি সে লুটিয়ে যাচ্ছে তাঁর আঁচল।
   তৃষাতুর এক হরিণ পিছে কে মেটাবে তৃষ্ণা তাঁর
ডাক দিয়েও পায়নি সাড়া মাথার উপর মেঘ সজল।


                     দুশো আটষট্টি


কী কাজ করলে পাপ বৃদ্ধি কী কাজে হয় পুণ্যলাভ
    না-বোঝাটা অক্ষমতা স্বীকার করছি পদ্মনাভ।
    পাপক্ষালন কীভাবে হয় তাও আমার অজানা
শিখতে তো চাই শেখাচ্ছ না পূরণ করবে কে অভাব?


                © অজিত কুমার কর