.           রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৯৩


                    তিনশো ঊনসত্তর


খোঁপায় গোঁজা কদমফুলকে বলছো তুমি ঝাড়বাতি!
আকণ্ঠ পান করেই এমন ঝলমলে দিন নয় রাতি।
  ঘুরছে মাথা বনবন-বন ভাসছে চোখে সরষেফুল
   মহান সাকি দেখছে সবই তোমার যত বজ্জাতি।


                     তিনশো সত্তর


   এই শরীরে দেবতার বাস রাখতে হবে পবিত্র
কুরবানি দাও হিংসা ও ক্রোধ আরও যত অ-মিত্র।
  মিলবে দোয়া কেবল তখন জীবন হবে ছন্দময়
     দেখতে পাবে জ্যান্ত প্রমাণ ভূরিভূরি সচিত্র।


                   তিনশো একাত্তর


   দুটি মনের মিল না হলে পাখি তখন ছাড়বে নীড়
বোঝাপড়ার মাধ্যমে হয় প্রেমের বাঁধন বেশ নিবিড়।
উড়ু-উড়ু যে পাখির মন সুযোগ পেলেই দেয় উড়াল
  ফাটলের রূপ ধারণ করে অদৃশ্য সেই অল্প চিড়।


                      তিনশো বাহাত্তর


    ফুল যদি না ফোটে গাছে বিহঙ্গরা গায় না গান
   তাই এখানে নীরবতা তোমার জন্য ব্যকুল প্রাণ।
কোমল হাতের স্পর্শ পেলেই পত্রপুষ্পে ভরবে ডাল
     বঙ্গে এখন বর্ষা ঋতু কদম-কেয়ার মিষ্টি ঘ্রাণ।


                   © অজিত কুমার কর