.           রুবাইয়াৎ-ই-অজিত কুমার ৯৫


                   তিনশো সাতাত্তর


ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে নৌকা আমার এগিয়ে যায়
  রিমঝিমঝিম বৃষ্টিধারা প্রেম কাননে ফুল ফোটায়।
  প্রবল স্রোতের টানে পড়ে পানসি যখন টালমাটাল
  সাকি এসে হালটি ধরে মাঝ দরিয়ায় প্রাণ বাঁচায়।


                      তিনশো আটাত্তর


মাছ-মাংস-কোফতা-কাবাব চাইনি তোমায় কোনোদিন
দুমুঠো ভাত লবণ দিচ্ছো ওতেই আমার বাড়ছে ঋণ।
   শোধ করবার সামর্থ্য নেই চাইবো তবু আজীবন
    ব্যাঙ্গমীকে কেড়ে নিয়ে করো না গো সঙ্গীহীন।


                      তিনশো উনআশি


তোমরা যাকে আড়াল ভাবো তাঁর কাছে তা আড়াল নয়
        তিনি তোমার রন্ধ্রে রন্ধ্রে তিনি ব্রহ্ম সর্বময়।
         আড়াল ভেবে যাই কর না সবই নখদর্পণে
       যদি তুমি সাহায্য চাও তিনি তখন দেন অভয়।


                          তিনশো আশি


মুক্তির স্বাদ যে পাখি পায় ফিরে না সে খাঁচায় আর
বনের পাখি বন পেয়েছে বনে কত বন্ধু তাঁর।
    পাখি ছাড়া শূন্য খাঁচা পরিত্যক্ত মূল্যহীন
   ঘরণিহীন ঘর তো মরু প্রতিচ্ছবি শূন্যতার।


                  © অজিত কুমার কর