.             রুবাইয়াৎ-ই-অজিতকুমার ৯৯


                    তিনশো তিরানব্বই


    দীপ জ্বলেনি আমার ঘরে হাত বাড়াল জোনাকি
কেরোসিন তেল একটুও নেই শুনে বলল তাই নাকি!
   দোসর আমার সঙ্গে আছে কাটিয়ে দেব অন্ধকার
   ডাকলে তুমি আসব চলে আশেপাশেই তো থাকি।


                    তিনশো চুরানব্বই


সেদিন ছিল পয়লা আষাঢ় যেদিন কদমফুল দিলে
   সে-ফুল আমার অমূল্য ধন গচ্ছিত মনমঞ্জিলে।
      জড়িয়েছিল হৃদয়ের ওম অনুভূতি স্পর্শতে
  যখন আমি শুঁকছি সে-ফুল নির্নিমেষে দেখছিলে।


                    তিনশো পঁচানব্বই    


  তোমার চোখে আনন্দাশ্রু কপোল বেয়ে ঝরছিল
    দেখে আমার অস্থিরতা আমায় কাবু করছিল।
আমার চোখের অশ্রুকণা তোমার দৃষ্টি এড়িয়ে যায়
  তোমার হাতটি আমার মুঠোয় প্রকম্পিত হচ্ছিল।


                   তিনশো ছিয়ানব্বই


হাতের মুঠোয় আমার আকাশ এ যে আমার মা'র আঁচল
সুতোয় সুতোয় জড়িয়ে আছে আমার খুশি, চোখের জল।
     সকল কাজের প্রেরণা পাই সর্বদা মা রয় পাশে
     একাকীত্ব গ্রাস করে না মা-ই বলে এগিয়ে চল।


                     © অজিত কুমার কর