সফল অভিযান
অজিত কুমার কর


চাঁদের রূপ দেখে মোহিত কে না হয়
কালিমা থাক মুখে পেয়েছি পরিচয়
শীর্ণ কলেবর নিকটে উজ্জ্বল
শুক্র সাঁঝে ওর পাশেই জেগে রয়
অলির গুঞ্জন দিঘিতে শতদল
দখিনা সমীরণ বড়ই মধুময়।


যায় না দেখা চাঁদ তবুও বসে থাকি
পাখিরা ফেরে নীড়ে ব্যাকুল ডাকাডাকি
ঝিঁঝির কলরব থামেনা একটুও
প্রিয়তি আছে পাশে ওদিকে চোখ রাখি
তেরঙা চাঁদে গেল খবর নয় ভুয়ো
গর্ব ভারতের কত কী আরো বাকি।


জানার আগ্রহ বাড়ছে দিনে দিনে
সাফল্য আসে না কঠোর শ্রম বিনে
চলছে গবেষণা ধৈর্য সহকারে
জানি না প্রজ্ঞান কী পাবে দক্ষিণে
দেখিয়ে দিল আজ ভারত কী না পারে
সবাই পাশে আছি সুদিনে দুর্দিনে।


© অজিত কুমার কর