সহাবস্থান
অজিত কুমার কর


গান যদি না শোনাও তবে উঠব না ঘুম থেকে
'ঠিক আছে তাই শোনাচ্ছি গান', বলল পাখি ডেকে।
প্রথম ডাকেই ঘুম ভেঙেছে রয়েছি মুখগুঁজে
কোথা থেকে ডাকছে পাখি বেড়াই আমি খুঁজে।


হলুদ পাখি বউ-কথা-কও অনন্য রূপসি
না জাগিয়ে যাবে না ও, এবার উঠে বসি।
গান শুনে মন ভরল আমার পাখিও গেল উড়ে
কী ধারণা করল পাখি, 'আমি বড্ড কুঁড়ে?'


ছাদের ওপর বাটিতে জল ভেজা ছোলাও রাখি
জানি আমি খিদে পেলেই করবে ডাকাডাকি।
বেশ আনন্দে দিন কেটে যায় কতকিছুই লিখি
দেয়ালঘড়ি টিক টিক টিক, টিক টিক টিকটিকি।


শালিক আসে চড়াই আসে আর আসে মৌটুসি
পেয়ারা খায় জামরুল খায়, পায়রা গমেই খুশি।
তিনটে ছানার উঁকিঝুঁকি ঘুঘুদের সংসারে
ধারেকাছে বিড়াল এলে তাড়াই বারেবারে।


আশেপাশে বেজির বাসা সুবিশাল  বাহিনী
সুরক্ষা দেয় দিবারাত্র, ওদের কাছে ঋণী।
ওদের সাথেই সহাবস্থান বন্ধু বলেই ভাবি
ওদের গায়ে হাত দিয়ো না এটাই আমার দাবি।


© অজিত কুমার কর