সজনেফুলেই শ্রদ্ধাঞ্জলি
অজিত কুমার কর


ডেকে ওঠে সাতসকালে
ফুলে ভরা সজনেডালে
ফেব্রুয়ারির একুশ যে আজ
যাবে কখন শহিদডাঙায়
তৈরি হয়ে নাও,
আর কোনও ফুল বাগানে নাই
জানিয়ে দিলাম তোমাকে তাই
আকাশপাতাল ভাবছ কী সব
সজনে ফুলই কুড়িয়ে নিয়ে
জলদি চলে যাও।


অর্ঘ্য-নিবেদনে এ ফুল
না দিয়ে তো করেছি ভুল
কুড়িয়ে নিলাম পাখির কথায়
কোনও দ্বিধা নেইকো মনে
সজনে দেব পা'য়,
নাইবা হলো গাঁথা মালা
রইবে মোমের বাতি জ্বালা
শহিদরা সব গাঁয়ের ছেলে
ফলাত ধান তখন মাঠে
মাটির গন্ধ গা'য়।


দাঁড়াই গিয়ে এক লাইনে
বিষাদভরা এমন দিনে
পালন করছি নিরবতা
ধীরে ধীরে যাই এগিয়ে
নত আমার শির,
বুকের ভিতর গভীর ক্ষত
প্রণাম জানাই কোটি শত
একটুখানি পিছিয়ে গিয়ে
তাকাই এবার ঊর্ধ্বপানে
নয়নভরা নীর।


করছি এখন স্মৃতিচারণ
ভীষণ ভারাক্রান্ত এ মন
ভয় না পেয়ে এগিয়ে গিয়ে
সেদিন তোমরা রক্ষা করলে
বাংলা ভাষার মান,
মাতৃভক্ত কেবল পারে
একবার নয় বারেবারে
আপন জীবন তুচ্ছ করে
মহৎ কাজের জন্য দিতে
জীবন বলিদান।


© অজিত কুমার কর