*
      চোখজুড়োনো রূপলাবণ্য চন্দ্রমল্লিকার
   জানিয়ে গেল মৌমাছিরা কেমন রংবাহার।
            বিকেলবেলা বেরিয়ে পড়ি
            সুদৃশ্য এক টোটোয় চড়ি
   পৌঁছে দিলো নদীর চরে তর সহে না আর
তিন্নি-রিন্নি দৌড় লাগালো নাগাল পাওয়া ভার।


     এ যেন এক ফুলের ভুবন নয়নাভিরাম
    নানান রঙের ফুল ফুটেছে যেন স্বর্গধাম।
             দুলছে মাথা হিমেল বায়ে
            সামনে পিছে ডাইনে বাঁয়ে
    সবার মনে খুশির জোয়ার পূরল মনস্কাম
   সারা জীবন রইবে মনে কী রূপ হেরিলাম!


  পাশের খেতে গ্লাডিউলাস গোলাপ কার্নেশন
    নাতনি দুজন পৌঁছে গেল প্রজাপতির মন।
            ওদের মনে রং ধরেছে
           হলুদ রঙের ফ্রক পরেছে
  উড়ছি আমি ওদের সাথে চার দিক নির্জন
     সূর্যসোনা রং ছড়ালো বর্ণালী যেমন।


সূর্য ডোবার সাথে সাথেই আলোয় আলোময়
এলইডি ল্যাম্প চাঁদের আলো হৃদয় করে জয়।
            পড়ে না আর চোখের পলক
             নৈশালোকে রূপের ঝলক
   ঘরে ফেরার ইচ্ছাটি নেই না গেলেই কি নয়?
  কাটুক-না রাত ফুলকাননে দেখবো সূর্যোদয়।


© অজিত কুমার কর