*
       বুনো মহিষ সঙ্ঘবদ্ধ সভ্য মানুষ নয়
প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে পায় না আদৌ ভয়।
             সিংহী ভয়ে পালায় ছুটৈ
            একশো মহিষ যখন জুটে
    আহত মোষ উঠে দাঁড়ায় একতার বিজয়
    মানুষ কেন হয় না এমন রুখতে বিপর্যয়।


অরুণিমা সিনহার জন্য বাড়ায়নি কেউ হাত
    কামরা ভরা যাত্রী ছিল ঠুঁটো জগন্নাথ।
            চারটে দস্যু দিল ঠেলে
          দরজা দিয়ে বাইরে ফেলে
   সারাটা রাত পড়েই ছিল যন্ত্রণাতে কাত
  পরম প্রভুর অশেষ কৃপা পেয়েছে নির্ঘাত।