সত্যের জয়
অজিত কুমার কর


তৈরি করে খবর পাঠাও করছ না তো কাজ সঠিক
আমজনতার ধন্দ লাগে তুমি কেমন সাংবাদিক?
অকুস্থলে যা যা দেখবে প্রেসে তুমি তাই পাঠাও
ক্যামেরাতে রইলো ছবি একটা দুটো সাথেই দাও।


সত্যটা কী জানুক সবাই মিলবে তবেই আশীর্বাদ
এটাই তোমার অপার প্রাপ্তি জানাই আগাম ধন্যবাদ।
দাসত্ব নয় কোনও দলের, হয়ো নাকো বিক্রীত
তথ্যনিষ্ঠ খবর পড়ে আমরা পাঠক হই প্রীত।


কী কাজ করছি ভূমণ্ডলে দেখছে সবই ঈশ্বরই
ছিদ্রবিহীন ঘেরাটোপে যত চাতুরিই করি।
মনুষ্যত্ব যার জিনে নেই, মানুষ বলেই গণ্য নয়
মানব জনম বৃথা তাহার মিছে কেন পাচ্ছ ভয়।


মাথা উঁচু করেই হাঁট শক্ত রাখ শিরদাঁড়া
বাঁচার মতো বাঁচতে গেলে বিকল্প নেই এ ছাড়া।
নীতিভ্রষ্ট করার জন্য দেবেই লোভনীয় টোপ
গিললে তোমার কাহিল দশা মুখ লুকোতে খুঁজবে ঝোপ।


সত্য জেনেও নীরব থাকা জঘন্য এক অপরাধ
কী পথ বাছবে বল এবার ভাবনাচিন্তা নির্বিবাধ।
উজানে নাও বাইতে গেলে হবেই বাধার সম্মুখীন
কলম তোমায় শক্তি দেবে  ভেবো না আপনাকে হীন।


© অজিত কুমার কর