সেদিন বালুকাবেলায়
অজিত কুমার কর


তোমার দুচোখে সাগরের অতলতা
প্রকাশ করিনি ভিতরের ব্যাকুলতা
বালুকাবেলায় ছুটে যাও একা আগে
হৃদয় রঙিন ফাল্গুনী অনুরাগে।


ফেনায়িত ঢেউ বারেবারে ছুঁয়ে যায়
পলাশের মতো ওই দুটি রাঙা পা'য়
পিছনে তাকালে ঝিনুক কুড়োই আমি
কেবল অছিলা জানে অন্তর্যামী।


অসীম তো নয় সাগরের বেলাভূমি
প্রান্তসীমায় পৌঁছে গিয়েছো তুমি
মুখ ফেরাতেই দুজনের চোখাচোখি
এরকম হবে ভেবেছো তা কখনো কি?


যদিও অচেনা মনে হয় কত চেনা
ঝিনুক দিয়ে কী ওই মন যায় কেনা
সব দিতে চাই শ্রীমুখ একটু তোলো
বন্ধ রেখো না হৃদয়দুয়ার খোলো।


পরিচয় নয় নাটকের অভিনয়
এ ফাগের রং মলিন হবার নয়
এখনো অটুট, মোবাইলে যোগাযোগ
স্মরণীয় ক্ষণ আজ করি উপভোগ।


© অজিত কুমার কর