*  শীত-মাসি জলদি এসো
       অজিত কুমার কর


ও' শীত-মাসি  আসছো কবে
    চড়ুইভাতি জমবে তবে
     গত বছর এমন দিনে
         কতনা হইচই,
    তাড়াতাড়ি আসবে তুমি
     বলবে এসে অধর চুমি
   দেখনা কেমন শীত এনেছি
        সোনা আমার কই?


   তোমার ডাকে সাড়া দিয়ে
    উঠবো আমি ধড়ফড়িয়ে
     মহানন্দে বলবো দেখে
       এইতো মাসি-শীত,
     বলবে আমায় চুপি চুপি
     পরোনি তো উলের টুপি
       ঠান্ডা লেগে সর্দি হবে
          পরাই সমুচিত।


      মনোবাঞ্ছা পূরণ হলো
     বনভোজনে এবার চলো
      কাছে নদী কংসাবতী
          বিস্তৃত প্রান্তর,
    ফুটে আছে মরশুমি ফুল
  জায়গা বাছতে করেনি ভুল
টোটোয় চড়ে পৌঁছে গেলাম
         করল সমাদর।


    উঠল জমে চড়ুইভাতি
     নদীর চরে মাতামাতি
  জয়াদিদি একাই একশো
       রাঁধার পালা শেষ,
  ফ্রায়েড-রাইস চিকেনকারি
    বসে গেলাম সারি সারি
   খেলাম বসে আয়েস করে
        কলাপাতায় বেশ।


© অজিত কুমার কর