.                শেষ আশ্রয়
             অজিত কুমার কর


     ঊর্মিভরা সাগর দেখি তোমার চোখে
    কী জানি কী ঘটবে এবার মর্ত্যলোকে।
          ঘোর সুনামি আসছে ধেয়ে
          কাজল মেঘে আকাশ ছেয়ে
জানি আমি কাঁদবে না কেউ আমার শোকে।


    একটুকু কি স্থান হবে না এই ভুবনে
   এমন দ্বন্দ্ব উঠছে জেগে আজকে মনে।
            বলো কেন ব্রাত্য আমি
              সূর্য এখন অস্তগামী
      সায়ংকালে বেড়াই ছুটে নীলাঞ্জনে
   শুকনো পাতার মড়মড়ানি ক্ষণে ক্ষণে।


   আমার এ মন পথ হারাল দিগবলয়ে
  প্রতিপদের চাঁদটা কেমন মলিন ক্ষয়ে।
          সন্ধ্যাতারা বাড়াল হাত
          নামছে দ্রুত সঘন রাত
     স্মরণ করি চক্ষু মুদে এই সময়ে
   যাচ্ছি ভেসে আকাশপথে দিগ্বিজয়ে।

    কখন তুমি সদয় হবে আমার প্রতি
   মর্ত্যলোকে শেষ হয়েছে সন্ধ্যারতি।
          কোথায় তুমি প্রাণসখা
         উড়ছে পাশে চোখি-চখা
তুমি ছাড়া নেই যে আমার কোথাও গতি।


© অজিত কুমার কর