১.ভাষা-সেতু


বাংলাভাষা সেতু আমার সঙ্গী বীণাপানি
মাতৃভাষায় সৃষ্টি করি ওটাই ভালো জানি।
ভানুসিংহ দুখু মিঞা যোগাযোগের সেতু
ওপারে যাই ওরাও আসে একভাষী যেহেতু।


২.সেতু


নদী পারাপারের জন্য সেতু কিংবা নৌকা চাই
কংসাবতীর তীরে বাড়ি পানসি আমি রোজ চালাই।
এখন চওড়া বাঁশের সাঁকো পারাপারের পথ সুগম
নৌকা বাইতে সাহস লাগে সকলে নয় পারঙ্গম।


#অজিত কুমার কর