শক্ত শরীর মনটা সরল
অজিত কুমার কর


ঘুরেই যাব ঘুরেই যাব
দিস না সাড়া কীসের জেদে?
শুধু একবার দে বলে দে
আর কতবার ঘুরলে পাব
ঘরেই যাব ঘুরেই যাব।


কী নেই আমার সব তো আছে
ধানের জমি গোয়াল আছে
গা'য়ে প্রচুর শক্তি আছে
টাকাকড়ি খুব বেশি নেই
তবু রাখব খুব আরামেই
দেবার মতো সুখ তো আছে।


খড়ের বাড়ি পছন্দ নয়
বাঘ-সিংহের নেই কোনও ভয়
ঘরের পাশে ফুলের বাগান
পাখিরা গায় আনন্দে গান
সত্যি কিনা আয় দেখে যা
আমার নামে বলুক যে যা
কান দিবি না ওদের কথায়
উলটোপালটা গল্প বানায়।


এমন মানুষ খুবই বিরল
শক্ত শরীর মনটা সরল
বছর বছর পাহাড়ে যাই
আমি ঘুড়ি কোথায় লাটাই
দারুণ মজা আনন্দ পাই।


বলে দিলাম, এবার রাজি?
নয় রে আমি বদমেজাজী।


© অজিত কুমার কর