শান্তি চাই যুদ্ধ নয়
অজিত কুমার কর


ইউক্রেন-বুকে যুদ্ধ বাধালে সাধুবেশে হানাদার
বিশাল রাজ্য কতখানি চাই আর?
শান্তির বাণী আওড়াও মুখে করো এটা পরিহার
কত প্রাণহানি এই কয়দিনে চারিদিকে হাহাকার
জ্বলে পুড়ে দেশ হয়ে গেল ছারখার।


মানুষ হয়েও মানুষের প্রাণ হরণে পাও না ব্যথা!
বাতাসেই ভাসে মৃতের আত্মকথা।
আকাশে বিমান মাটিতে আগুন কী পাবে যুদ্ধশেষে?
ধ্বংসস্তূপে ওড়াবে পতাকা যুদ্ধজয়ীর বেশে!
ভেবেছো আপন দেশের মানুষ সালাম জানাবে এসে-
কক্ষনো নয়, নেই ওরা বিদ্বেষে।


যুদ্ধের ফল হার আর জিৎ তুমি তো যাবেই জিতে
ভরাবে বাতাস বিজয়ের সংগীতে।
কত ক্ষতি হলো ভাবো একবার তুমি তো দেশের নেতা
মরল মানুষ মরল বিটপি এভাবে যায় না জেতা
এটা নয় জয়, বড় পরাজয় বলেছে মহাশ্বেতা
পৃথিবী বুঝল তোমার আদিখ্যেতা।


রক্তের ছিটে পোশাকে তোমার দু'হাত রক্তে রাঙা
কী ছবি দেখছো সৌধ সমাধি ভাঙা
থামাও থামাও, থামাও যুদ্ধ, জারি রাখো আলোচনা
ঘোষিত হউক যুদ্ধবিরতি সকালের প্রার্থনা
আর বাড়িয়ো না জ্বালা মর্মবেদনা।


© অজিত কুমার কর