শীত ঋতু না আসত যদি
অজিত কুমার কর


বঙ্গদেশে প্রতি ঋতুর বরাদ্দ দুই মাস
শীত আসছে শুনলে ওদের বিরক্তি একরাশ।
এক কাপড়ে দিন চলে যার কষ্টের নেই শেষ
শীত ঋতু না আসত যদি কমতো ওদের ক্লেশ।


অর্থবানরা ভাবতে থাকে জমিয়ে পড়ুক শীত
চড়ুইভাতি, বাজবে ডিজে চলবে নৃত্য-গীত।
হেমন্তকাল ফুরিয়ে গেলেই শীতের আগমন
কারও কাছে শীত বন্ধু কারও বা দুশমন।


যে যাই ভাবুক শীত আসবেই প্রাকৃতিক নিয়ম
কোনও বছর প্রচন্ড শীত কোনও বছর কম।
ঝামেলা তো পোশাক নিয়ে শীত এলে হায় হায়
আগুনে গা সেঁকতে বসে বড়ই অসহায়।


বারোমাসে  তের পার্বণ আনন্দ উৎসব
বিলাসিতায় বিপুল খরচ গর্হিত বৈভব।
শুয়ে আছে কত মানুষ আকাশ ওদের ছাদ
বৃথা জনম পৃথিবীতে জীবনটা বরবাদ।

কে কেড়ে নেয় ওদের থেকে বাঁচার অধিকার?
অন্ন-বস্ত্র-বাসস্থান তো সবারই দরকার।
যত সম্পদ লুটছে কারা, বাড়ছে কি সুনাম?
সাধ-আহ্লাদ সবার আছে পূরাও মনস্কাম।


© অজিত কুমার কর