শীতের কামড়
অজিত কুমার কর


শীত পড়েছে জাঁকিয়ে
বসেই আছি তাকিয়ে
কেউ যদি দেয় একটা চাদর
শীতকে দেব ভাগিয়ে।


কাঠ কুড়িয়ে ফিরছি এই
গেঞ্জি ছাড়া কিছুই নেই
প্রচন্ড শীত কাঁপছি আমি
শীত লাগে কি আমাকেই?


আগুন জ্বেলে শীত কাটাই
কখন আমি ঘুমিয়ে যাই
কাঁপন ধরে যখন গায়ে
উঠে আবার কাঠ জ্বালাই।


খাবার খুঁজি ডাস্টবিনে
মেলে না তা দুর্দিনে
পৌষ মাস নয় বিয়ের মাস
সাধ্য নেই যে খাই কিনে।


© অজিত কুমার কর