শৈশব ফিরে পেলে
অজিত কুমার কর


শৈশব যদি ফিরে পাই ফের ক'রব হরষে নৃত্য
মনে পড়ে যাবে এক্কা দোক্কা সেকালের ইতিবৃত্ত।
সূর্য ওঠার আগেই উঠব দিদিকে নেবোই সঙ্গে
থলি ভরে আম কুড়িয়ে ফিরব মাতব দুজনে রঙ্গে।


মা রোজ বলবে শোবার আগেই আঁধারে বেরোয় দৈত্য
গম্ভীর মুখে মা যখন বলে মনে হয় সব সত্য।
একা তো যাই না দিদি রয় পাশে দস্যিপনা দুরন্ত
সাহস জোগায় খিলখিল হাসে দিদি খুব প্রাণবন্ত।


বিপদে পড়লে দিদি আগলায় আদরের নেই খামতি
পাঁচ বছরের ছোটো আমি ওর করে ফেলি ভুলভ্রান্তি।
দিদি সব জানে আমাকে শেখায় একে একে করি রপ্ত
ভুল করলেই বকে দিয়ে জোর পরে হয় অনুতপ্ত।


কে কোথায় শোবে দিদি বলে দেবে আমাকে টানবে ঠাম্মা
চোখ পাকালেই থমকে দাঁড়াই 'কাছে আয়' বলে মাম্মা।
দিদি ও ঠাম্মা আমিও মাম্মা পরিবেশ হয় শান্ত
আমার ইচ্ছা গড়াগড়ি খায় জেদ থেকে হই খান্ত।


© অজিত কুমার কর