শোনাব বর্ষার কবিতা
অজিত কুমার কর


দিয়ে যায়   ফুলবাগানে মৌটুসি শিস
'এল ওই   প্রয়াণ দিবস শ্রাবণ বাইশ'
শুনে আর   রই না ঘরে যাই বাহিরে
জাগানিয়ার পাই না হদিস।


তোমাকেই   স্মরণ করে দিনের শুরু
মেনেছি   তোমাকেই তো শিক্ষাগুরু
টেবিলের   সামনে থাকে গীতবিতান
ঝরছে বকুল ঝুরুঝুরু।


পেয়ে যাই   এগিয়ে চলার মন্ত্র, পড়ে
অচিরেই   একটা সৌধ তুলব গড়ে
যেখানে   বসবে নিত্য মিলনমেলা
সবার হৃদয় উঠবে ভরে।


দর্শনে   যখনতখন আমরা আসি
কখনও   হয় না মলিন তোমার হাসি
এখনও তেমনি আছে কোপাই নদী
বর্ষাকালে ও আগ্রাসী।


সেদিনের মতোই আজও ম্লান সবিতা
তোমাকে শোনাব গান আর কবিতা
জেনেছি  বর্ষা ঋতু তোমার প্রিয়
এই তো হাতে সঞ্চয়িতা।


© অজিত কুমার কর