শোনাব ঝরাপাতার গান
অজিত কুমার কর


ঘুরছি ফিরছি, তবুও লিখছি বিদায়বেলার গান
চলে যেতে হবে ভালো করে জানি এলে তাঁর আহ্বান।
চলে গেছে যারা কিংবা ধুঁকছে যাবার উপক্রম
দুঃসহ ব্যথা দেখছি তাদের দুয়ারে দাঁড়িয়ে যম।


যারা চলে যায় ফিরে তো আসে না এলেই মর্মাহত
ছেড়ে যাওয়া তাঁর কিছু নেই ঘরে বাড়াত মনের ক্ষত।
সাতনরি হার, পুরোনো বাড়িটা আর দশ বিঘা জমি
শুধুই ওগুলো রয়েছে অটুট ছায়া হয়ে দেখে ভ্রমি।


কবিতায়ভরা কুড়িখানি খাতা পচে গেছে বোধ হয়!
জঞ্জাল ভেবে ফেলেই দিয়েছে এটা কি অবক্ষয়?
আপশোশ করে কোনো লাভ নেই বেড়ে যায় ব্যথাভার।
বৃদ্ধ বয়সে পরনির্ভর সহকারি দরকার।

আজ যে পাতাটা খাদ্য জোগায় বৃক্ষটি বেড়ে ওঠে
সময় হলেই ওই পাতা ঝরে নতুন পত্র ফোটে।
অচিরেই মিশে যাবেই মাটিতে হয়ে যাবে নিজে সার
আড়ালে থেকেও জোগাবে রসদ তরুদের বাঁচবার।


যে কলমে আমি লিখছি এখন ফেলে দেবো একদিন
কালি ফুরোলেই এর আয়ু শেষ ফেলাটাই সমীচীন।
ফোটা ফুল দেয় সুরভি, হরষ ঝরে গেলে ভুলে যাই
উত্তরসূরি রেখে যায় ওরা তাঁর সৌরভ পাই।


© অজিত কুমার কর