শৃঙ্গজয়
অজিত কুমার কর

সুখের পরে দুঃখ আসে
দুখের পরে সুখ,
হতাশ হলে চলবে কেন
দেখাও হাস্য মুখ।

আঁধার কাটে সূর্য ওঠে
উজল চারি দিক,
চেষ্টা কর বারেবারে
সফল হবে ঠিক।

চলার পথে থাকে কাঁটা
ফুটতে পারে পা'য়,
তা সরিয়ে যেতেই হবে
নদী যেমন যায়।

মনকে রাখ দৃঢ় সতেজ
বিঘ্নকে নয় ভয়,
নিষ্ঠা ভরে কর্ম করলে
ধরা দেবেই জয়।

জোয়ার-ভাটা নিত্য চলে
কাটে না তার তাল,
সময় হলেই ফোটে কুঁড়ি
তখন ভরে ডাল।

© অজিত কুমার কর