শৃঙ্খলমোচন
অজিত কুমার কর


খাঁচার দরজা কেন বন্ধ
পেতে দাও মুক্তির আস্বাদ
যদি পায় রূপ-রস-গন্ধ
বিচরণ তবে তো অবাধ।


দেখনি কি সেলুলার জেল?
শৃংখল সংগ্রামী চেতনায়
তের বাই ছয় ফুট সেল
বন্দিরা নিঃসঙ্গ অসহায়।

বারংবার সজোরে আঘাত
হবে তবে বিচূর্ণ জিঞ্জির
ওরা বড় নির্মম বজ্জাত
মুছে দাও জননীর নীর।


সাহসী বিজয়ী চিরদিন
নতশির এভারেস্ট শৃঙ্গ
আজ ভারতবর্ষ স্বাধীন
ক্ষুদিরাম দুর্দম স্ফুলিঙ্গ।


© অজিত কুমার কর