শৃঙ্খলমোচন
অজিত কুমার কর


দীর্ঘদিনের জমাট ব্যথা
প্রত্যহ খায় কুরে
প্রতিবাদে জোয়ার এল
সমগ্র দেশজুড়ে।


আমবাঙালির মনোবাঞ্ছা
মুছবে মায়ের ব্যথা
যতই রক্ত হোক না দিতে
আনবে স্বাধীনতা।


সইবে না আর একটি দিনও
এমন প্রবঞ্চনা
ঝাঁপাল তাই সবাই মিলে
ভয় নেই এক কণা।


দেশের মাটি ভিজল রক্তে
মনোবল অক্ষত
ন'মাস ধরে তুমুল যুদ্ধ
দক্ষ সেনার মতো।


বাংলাদেশের শুভজন্ম
ডিসেম্বরের ষোলো
শ্যামলীমায় রক্তরবির
পূর্বে উদয় হোলো।


© অজিত কুমার কর