*                                          
              আকস্মাৎ ঘনাল আঁধার
              ধূলিঝড়ে সব একাকার।
আন্দোলিত তরুশাখা       চোখ মুখ ঢেকে রাখা
            ধবলীকে ধরে সাধ্য কার।
  বিদ্যুতের আত্মতুষ্টি চিত্রলেখা আকাশের গা'য়
  আমার ফেরার আগেই ধবলী ঘরে ফিরে যায়।


                অপরাহ্নে হরষ বিষাদ
               পেয়ে যাই বরফের স্বাদ।
শিল দেখে ছুটে যাই            মুখে পুরি য'টা পাই
              কেঁপে উঠি হলে বজ্রনাদ।
যত বলে, 'যাস না রে আর', নিষেধ মানে না মন
   বৈশাখের শুরুতেই ছোটোবড় শিলের পতন।


               কদিন গুমোট ছিল বেশ
               বৃষ্টি দিল প্রশান্তি অশেষ।
দাদুরির ঐকতান                ঝিঁঝিদের টানা গান
             নিজেদের মতো করে পেশ।
জোনাকির ঝিকিমিকি আঁধেরায় ঢেলে দিল আলো
মা'র কাছে গিয়ে বলি, 'এবারে মা হ্যারিকেন জ্বালো।'


© অজিত কুমার কর