যত দেরি ততই ভালো দন্ড হলে শেষ ক’বছর
যেমন চলছে তেমনি চলুক কেউ রাখে না ওসব খবর।
জনগণের রায় পেয়েছি ওটাই আসল রক্ষাকবচ
অঢেল অর্থ কত আরাম জনগণই চালায় খরচ।


যখনতখন বিদেশভ্রমণ তৈরি সদা হাওয়াই জাহাজ
লগ্নি টানার নামে গমন আরও কত জরুরি কাজ!
আমার বাড়ির গোবর গণেশ উচ্চপদে আসীন এখন
বড় বড় ডিগ্রিধারী লক্ষ লক্ষ বেকার যখন।


আইন আমরা তৈরি করি ভাঙতে লাগে সেকেন্ড কয়েক
সর্বগুণের অধিকারী মামলা শিরে গণ্ডাদুয়েক।
অন্ধ কানুন বোবা কালা চলছে যেমন চলে শামুক
আছি বহাল তবিয়তেই বাড়বাড়ন্ত অর্থ তালুক।


নজরদারি করছে এখন এ’দেশের এক প্রবীণ মানুষ
তথ্য দিয়ে জানিয়ে দিল, বিচারকদের ফেরাতে হুঁশ।
শুনেই আমার আত্মাগুড়ুম সারা রাত্রি নিদ্রাবিহীন
আমি কি আর একলা না কি হাজার চারেক নবীন প্রবীণ।