শীতকে নিতাম জিতে
অজিত কুমার কর


এঁটো কাঁটা খেয়ে যেমন
কুকুর বিড়াল আছে,
ওদের ভাগে ভাগ বসিয়ে
আমারও প্রাণ বাঁচে।


কোথায় জন্ম তা জানি না
কেবল মা কে চিনি,
ছেঁড়া আঁচল সুরক্ষা দেয়
মায়ের কাছেই ঋণী।


শীত ঋতুতে কষ্ট ভারী
আগুন জ্বেলে বসি,
বাড়তি একটু ওমের আশায়
হাত দিয়ে হাত ঘসি।


সব পশুরই লোমশ দেহ
কাঁপে না তাই শীতে,
ভেড়ার মতো লোম পেলে তো
শীতকে নিতাম জিতে।


ভিক্ষা করে যেটুকু পাই
তুষ্ট থাকি তাতে,
দিনে তবু সূর্য থাকে
হিম ঝরে খুব রাতে।


© অজিত কুমার কর