স্কন্ধকাটার পিছুটান
অজিত কুমার কর


কার ইশারায় বিকেলবেলা ঘনায় এমন অন্ধকার
ব্যাপারটা বেশ গুরুতর ষড়যন্ত্র চমৎকার!
ভয় দেখানোর ইচ্ছেটি তার হবেই হবে অসফল
বোঝেনি ও' হাঁটছে যারা কেমন তাদের মনোবল।


হাহা হিহি অট্টহাসি উঠল হঠাৎ ধুলোর ঝড়
আকাশ চিরে বিজলি চমক মাথা কোথায় কেবল ধড়।
ও' আসলে স্কন্ধকাটা মনের ভিতরে ভীষণ রাগ
কে যে ওদের কাটলো মাথা হৃদয়ে তাই জ্বলছে আগ।


শিরচ্ছেদের বিধান কোথায়, বছর পঁচিশ হাজতবাস
প্রাচীনকালের ভূত এরা ঠিক যখনতখন পড়তো লাশ।
কীর্তিকলাপ বুঝে গেছি আমরা মোটেও পাইনি ভয়
কী আর করে দেয় পিছুটান বলছি যা তা মিথ্যা নয়।


এখন দেখি আঁধার উধাও গাছের পাতায় সূর্যালোক
এবার শুরু আমার হাসি ভূতের জন্য হচ্ছে শোক।
জব্দ তো ও' নিজেই হলো গোড়ায় ছিল গলদ ওর
মাত্রা বোধহয় বেশি ছিল কাটেনি তাই নেশার ঘোর।


ভীতুকেই ভূত জব্দ করে সাহসীকে দারুণ ভয়
হাতেনাতে পেয়ে গেলাম স্কন্ধকাটার পরিচয়।
অন্ধকারে যত দাপট রাত্রিতে তাই আস্ফালন
ওলকে জব্দ করার জন্য তেঁতুলও তো চাই তেমন।