*                 স্মৃতি রোমন্থন
                অজিত কুমার কর


   পাতার নীচে আমরা দুজন কলাপাতাই ছাতা
স্কুলের পোশাক যাচ্ছে ভিজে ভিজছে বই ও খাতা।
             যায় না ভোলা সে' আনন্দ
                টাপুরটুপুর মধুর ছন্দ
  দাঁড়াই গিয়ে ছাতিমতলায় ঝাপটাতে ও' ত্রাতা
  ছাতার মতো ডালপালা ওর নিবিড় ঘন পাতা।


     টিফিন বক্সে ভরা ছিল ঘুগনি ছ'খান লুচি
     ভাগাভাগি করে খেলাম আমি এবং শুচি।
               ওর কাছেও খাবার ছিল
              বের করে ও' আমায় দিল
কেক কাজু আর রসগোল্লা আপেল কয়েক কুচি
   প্রতিদিনই আমারে দেয়, ভিন্ন ওদের রুচি।


  সুর করে সব পড়তে হতো নামতা মজার ছড়া
     কত রকম খেলাধুলা নয়কো কেবল পড়া।
              সুযোগ পেলে চিমটি কাটা
               আসন ছিল তালের চাটা
      সবার দিকে দিদিমণির রইত নজর কড়া
     ডাগর ডাগর চক্ষু  দুটি যেমন তালের বড়া।


      বেয়াদপির শাস্তি ছিল ওঠা এবং বসা
ভয়ে তখন কাঁপত শরীর দুলতো হাতে কশা।
            কাটছিল বেশ ফুরিয়ে গেল
             বিদায় দেবার সময় এলো
শুচির বাবা ছাড়বে এ' গ্রাম জ্বালায় বড় মশা
এবার একা অন্য স্কুলে, আমার করুণ দশা।