স্মৃতিচারণ
অজিত কুমার কর


প্রভাতে ধুপ-ধুপ
পাড়াটা নিশ্চুপ
ঢেঁকিতে ধান হচ্ছে ভানা
ছন্দ অনুস্টুপ।


ভোরে খাঁ-খাঁ পথ
একতালে সংগত
এটাই তখন পাড়ায় পাড়ায়
পূরণ মনোরথ।


আমন চালের ভাত
দিবস এবং রাত
গব্যঘৃত মুসুরির ভাল
সাফ সকলের পাত


স্বর্ণালি সব দিন
কালস্রোতে বিলীন
স্মৃতির পাতায় সুরক্ষিত
তা তুলনাহীন।


আসে না যে যায়
মানুষ নিরুপায়
প্রবীণ প্রবীণারাই কেবল
পিছন ফিরে চায়।


© অজিত কুমার কর