সব মেলে না ভার্চুয়ালি
অজিত কুমার কর


সাগরে ডুব পুণ্য লগ্নে, তবে ভার্চুয়ালি
তাতে কষ্ট লাঘব হল শুধুই কী-তে চাপ
সারা দেহ উলেই ঢাকা শুধু চোখ-নাক খোলা
সত্যি সত্যি যায়নি বলে নেইকো মনস্তাপ।


অনলাইনে লেখাপড়া অনলাইনে খেলা
চলছে কেমন রমরমিয়ে ঘরে বসেই কাজ
যাতায়াতের শূন্য ঝক্কি শূন্য খরচাপাতি
করোনা এ সুযোগ দেবে করেনি আন্দাজ।


যা যা লাগে দৈনন্দিন অর্ডার  দিলেই আসে
বহন করার ঝামেলা নেই একদম বিন্দাস
অনলাইনেই মেলে সস্তায় মিথ্যা নয় একটুও
খেয়েদেয়ে আরাম করে আর দেখে আকাশ।


হোয়াটসঅ্যাপেই কথাবার্তা ঝামেলা নেই কোনও
সরাসরি যায় না দেখা প্রিয়জনের মুখ
দুধের যা স্বাদ ঘোল খেলে কি আদৌ কারুর মেটে
কিন্তু করার কিছুই তো নাই জমছে মনে দুঃখ।


লকডাইনের গ্যাঁড়াকলে বন্দি তখন ঘরে
বাহির হলে এখনও পায় করোনাকেই ভয়
এ যন্ত্রণা কাটবে কবে দিনক্ষণ নেই জানা
অভয়বাণী কে শোনাবে কী তাঁর পরিচয়?


© অজিত কুমার কর