শৈশবস্মৃতি


তখন--
বিকশিত হয়নি শতরূপা
রূপার নূপুর বাজত কচি পায়ে
হাঁটি হাঁটি করত এক পা দু'পা
ঝলমলানি পোশাক থাকত গায়ে।


সারাটাদিন চলত পুতুলখেলা
মায়ের ডাকে দিতেই হত সাড়া
এমনি করে কেটেই যেত বেলা
কন্যারত্ন রইত না মা-ছাড়া।


সময় গড়ায় বয়সও যায় বেড়ে
শিক্ষাদীক্ষা চলছে পুরোদমে
যেতেই হল এবারে ঘর ছেড়ে
বিদেশযাত্রা পরে সময়ক্রমে।


মনমুকুরে আঁকা ঘরের ছবি
শিল্পী এবার ধরেছে রং-তুলি
দেখতে পেল মানসচোখে কবি
ফিরিয়ে দিল স্বর্ণালি দিনগুলি।


এখন--
সেই বাড়িটা লাগছে আরও ভালো
খামতি কোথায় দারুণ পরিপাটি
দেয়াল থেকে ছিটকে পড়ে আলো
আহেলি প্রেম আপন বসতবাটি।


#অজিত কুমার কর