সোনার ফসল মাঠে মাঠে
অজিত কুমার কর


রং ধরেছে ধানে সারা মাঠে
গান গেয়ে চাষিরা ধান কাটে
খুশি উপচে পড়ে    রাঙা দুই অধরে
একনাগাড়ে দিনভর খাটে
গাঁয়ের চাষি এই তল্লাটে।


শুষ্ক হলে আঁটি বাঁধা শুরু
মেঘ জমলে বুকে দুরুদুরু
শস্য যেন প্রাণ    মা লক্ষ্মীর দান
মেঘ যেন না ডাকে গুরুগুরু
তবে হবে মনটা উড়ুউড়ু।


খেতখামারে কত ব্যস্ততা
সন্ধেবেলা পড়ে ব্রত কথা
যেই না হবে ভোর   ভাঙবে ঘুমঘোর
নবান্নতে ভোলে যত ব্যথা
সবার সাথে আন্তরিকতা।


কৃষিপ্রধান আমাদের দেশ
চাষিভাই সহ্য করে ক্লেশ
ওরা জোগায় ভাত   আমরা পাড়ি পাত
সহমর্মীতার সন্দেশ
অনায়াসে করতে পারি পেশ।


© অজিত কুমার কর