শ্যামাঙ্গিনি কন্যা এক ফিরে ফিরে চায়
পাবে না তোমার দেখা ভূমণ্ডলে আর
জলদগম্ভীর স্বরে কত তৃপ্তি তাঁর
পৃথিবী তেমনি চলে সূর্য অস্ত যায়।
বঙ্গবিভূষণ প্রাপ্তি পরিপূর্ণতায়
মরমি সুরেলা কণ্ঠ সম্পদ তোমার
চিরদিন দিয়ে যাবে হৃদয়ে ঝংকার
আগমনি জাগো দুর্গা অন্যমাত্রা পায়।


বাঙালিয়ানায় মোড়া আপাদমস্তক
সাবেকিয়ানার চাল সারাটা জীবন
বিচ্যুতি ঘটেনি কভু দশক দশক
চারিত্রিক মানসিক দৃঢ়তা এমন।
বাংলাগানের জগৎ হয়েছে উজ্জ্বল
বিতরিবে চিরদিন তাঁর পরিমল।