শঙ্খ ঘোষ স্মরণে


আজ সারাদিন তোমাকে নিয়েই আছি
কোনোদিন এত বসিনি তো কাছাকাছি
চোখের দেখাও দেখিনি তো কোনোদিন
তোমাকে জানার বাসনা অন্তহীন।


গ্রাম বাংলায় এমন কতনা আছে
যারা কোনোদিন যায়নি তোমার কাছে
তাদের মধ্যে আমি এক অভাজন
অক্ষরগুলো তুলেছে অনুরণন।


করোনা এড়াতে লাইনে আমি যখন
দুঃসংবাদ ভাসল স্ক্রীনে তখন।
রক্ষাকবচ পেলাম কি আমি ঠিক?
এর উত্তর জানতে আন্তরিক।


না ফেরার দেশে গিয়েছ এখন তুমি
সব ছেড়েছুঁড়ে, প্রিয় এ জন্মভূমি
তারকা হয়েছ ঢেলে দিয়ো রোজ আলো
চিরদিন তুমি চেয়েছ সবার ভালো।


© অজিত কুমার কর