শব্দদ্বিত্ব


  একঝাঁক বক নয় পারাবত বকবক
চক নয় একরাশি সোনা করে চকচক।
  মর মর বলে না তো পত্রের মর্মর
  পাশাপাশি ঘর নয় চরকার ঘর্ঘর।
ঘটঘট জল খাই খায় না তো কেউ ঘট
চট পাই পাট থেকে আঠা করে চটচট।
একসাথে দুটো কর করকর দুই চোখ
আর নয় বকবক এখানেই শেষ হোক।