সুখদুঃখ পাশাপাশি
অজিত কুমার কর


শীতেই ফোটে মরশুমি ফুল মাঠে মাঠে রঙের বান
প্রজাপতি ভ্রমর ওড়ে ওদের দেখে জুড়ায় প্রাণ।
সকালবেলা আগুন জ্বেলে শীত তাড়াতে গা-সেঁকি
চাষিরা যায় মাঠে তখন উঠবে এবার আমন ধান।


শীতের মজা পায়েস-পিঠা মোয়া এবং নলেনগুড়
মোয়া তৈরির উপকরণ খোয়া ক্ষীর খই-কনকচূড়।
কত নতুন শাকসবজি মুলা-পালং-ফুলকপি
শীত ঋতুতে খুবই দরাজ প্রকৃতি মা'র হাত উপুড়।


শীতেই জমে চড়ুইভাতি খুঁজি কোথায় নদীর চর
কেউ চলে যায় দূরে দিঘায় সামনে আছে ফুলেশ্বর।
খেয়ে দেয়ে ঘুরেফিরে বাড়ি ফিরতে অনেক রাত
বকুনি নেই একটুকুও মিলবে ঠিকই মা'র আদর।


ঘরে ঘরে লক্ষ্মীপূজা অঘ্রান-পৌষ এই দু'মাস
মাসের শেষে বিশেষ পূজা যেন ভালো হয় মা চাষ।
মালক্ষ্মীর কৃপাবলেই ফলে মাঠে অঢেল ধান
গ্রামবাংলার চাষিভাইরা করে না কেউ অবিশ্বাস।


সুখ-দুঃখ পাশাপাশি গরিব লোকের শীতকে ভয়
কোথায় পাবে লেপ-কম্বল অনেক কষ্ট সইতে হয়।
অতি দ্রুত শীত চলে যাক, এটাই ওদের প্রার্থনা
তাইতো ওরা মুখিয়ে থাকে কখন হবে সূর্যোদয়।


© অজিত কুমার কর