সূক্ষ্মদেহে বিচরণ
অজিত কুমার কর


আলোর চেয়ে গতি এখন অনেক বেশি
খুব সহজে উড়ে বেড়াই যেথায় খুশি
ঠান্ডা-গরম দুটোরই নেই অনুভূতি
অজানাকে জানার চেষ্টা যাচ্ছি করে।


লেখার জন্য কলম-কালির নেই প্রয়োজন
পলকে হয় লিপিবদ্ধ যেটাই ভাবি
কল্পনাতে এসব আসে জীবদ্দশায়।


যাত্রাশেষে পেয়েছি এই সূক্ষ্ম দেহ
প্রাণের খোঁজে ঘুরছি আমি তারায় তারায়
সেখান থেকে ঘূর্ণায়মান তাদের গ্রহে
কখন যে দিন, কখন যে রাত যায় না বোঝা
এখন আমি খুব সাবলীল অন্ধকারে।


প্রাণ রয়েছে অনেক গ্রহে দেখতে পেলাম
ভাববিনিময় করছি আমি ওদের সাথে
ওদের ভাষা সহজবোধ্য, আমার ভাষাও
বুঝল ওরা অবলীলায়, কী জানতে চাই।

ইচ্ছা হয় না আবার ফিরি পৃথিবীতে
অন্য কোনও গ্রহেই ভাবছি বাঁধব বাসা
সাজসরঞ্জাম নেই প্রয়োজন এই সুবিধা।
ঝুটঝামেলাও একটুও নেই মহাশূন্যে
মর্ত্যবাসী শব্দচাষির এ কল্পনা।


© অজিত কুমার কর